Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৫

রেডিও আইসোটোপ উৎপাদন ডিভিশন(আরআইপিডি), আইএনএসটি,এইআরই,সাভার, ঢাকা-১৩৪৯।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা।
টেলিফোনঃ ৯৯৬৬৮৮৫৩২,  ই-মেইলঃ 

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

  • দেশের পরমাণু চিকিৎসা খাতে ব্যবহৃত রেডিওআইসোটোপ এবং রেডিওফার্মাসিউটিক্যাল্স-এর আমদানিনির্ভরতা হ্রাস করে নিজস্ব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা।
  • টেকনেসিয়াম-৯৯এম এবং আয়োডিন-১৩১-এর মতো গুরুত্বপূর্ণ রেডিওআইসোটোপের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যমান সেবা কার্যক্রমকে সম্প্রসারিত করা।
  • গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন রেডিওআইসোটোপ এবং রেডিওফার্মাসিউটিক্যাল প্রযুক্তি উদ্ভাবন এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।

প্রধান ফ্যাসিলিটিসমূহঃ

  • মলিবডেনাম-৯৯/টেকনিসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন ফ্যাসিলিটি
  • আয়োডিন-১৩১ উৎপাদন ফ্যাসিলিটি
  • টেকনিসিয়াম-৯৯এম কোল্ড কিট উৎপাদন ফ্যাসিলিটি
  • এইচভিএসি (আদ্রতা, বায়ুপ্রবাহ ও এয়ার কুলিং) ফ্যাসিলিটি
  • মান-নিয়ন্ত্রণ ল্যাবরেটরি

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

 

সম্প্রসারণশীল নিউক্লিয়ার মেডিসিনের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে এবং স্বল্প খরচে উন্নত মানের ও অত্যাধুনিক পরমাণু চিকিৎসা সেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌছে দিতে রেডিওআইসোটোপ উৎপাদন বিভাগ নানাবিধ গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে। সাভারস্থ এইআরই-তে প্রস্তাবিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু গবেষণা চুল্লী স্থাপিত হলে ফিশন মলিবডেনাম-৯৯, আয়োডিন-১৩১, লুটেসিয়াম-১৭৭, সামারিয়াম-১৫৩ সহ বিভিন্ন ধরণের রেডিওআইসোটোপ ও রেডিওফার্মাসিউটিক্যালসসমূহ দেশীয় উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা শতভাগ পূরণ করে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সে লক্ষ্যে অত্র বিভাগের বিজ্ঞানীগণ নিজস্ব গবেষণাগারে তাঁদের গবেষণা ও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এছাড়াও পরমাণু চিকিৎসায় রোগ নির্ণয়ে রেডিওআইসোটোপের সাথে ব্যবহৃত রেডিওফার্মাসিউটিক্যালস কোল্ড কিটসমূহ (MDP, DPTA, DMSA etc.)- এর পরীক্ষামূলক উৎপাদন ও কোয়ালিটি প্যারামিটারসমূহের পরীক্ষা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে খুব শীঘ্রই প্রয়োজনীয় টেকনেশিয়াম-৯৯এম রেডিওফার্মাসিউটিক্যাল কোল্ড কিট উৎপাদন কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।

 

প্রদত্ত সেবা 

  • মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন ও সরবরাহ: অত্যাধুনিক (GMP compliant) উৎপাদন ফ্যাসিলিটির মাধ্যমে আমদানিকৃত ফিশন মলিবডেনাম-৯৯ থেকে প্রতি ব্যাচে ২৮-৩০ টি আন্তর্জাতিক মানসম্পন্ন জেনারেটর উৎপাদন করা হয়। এগুলো কমিশন নিয়ন্ত্রিত ২২টি পরমাণু চিকিৎসা কেন্দ্রসহ ৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সাপ্তাহিক নিয়মিতভাবে সরবরাহ করা হয়। ফলে রেডিওআইসোটোপ উৎপাদন বিভাগ মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন ও সরবরাহে অভ্যন্তরীণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত মোট ১৫,০৩৫টি মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন করে সরবরাহ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৭৯ কোটি টাকা (বাপশক নির্ধারিত)।
  • আয়োডিন-১৩১ সল্যুশন সরবরাহ: ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত আয়োডিন-১৩১ উৎপাদন ফ্যাসিলিটির মাধ্যমে আমদানিকৃত বাল্ক আয়োডিন-১৩১ প্রক্রিয়াজাত করে আয়োডিন-১৩১ ওরাল সল্যুশন কমিশন নিয়ন্ত্রিত পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৭,৯৯৫ GBq আয়োডিন-১৩১ ওরাল সল্যুশন অত্র বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি টাকা (বাপশক নির্ধারিত)।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

রেডিওআইসোটোপ ব্যবহারকারী

  • ন্যাশানাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সায়েন্সেস - ১ টি
  • ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সায়েন্সেস - ২১ টি
  • সরকারি/বেসরকারি হাসপাতাল - ৮ টি (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা; সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা; ল্যাব এইড লি., ঢাকা; ইউনাইটেড হাসপাতাল লি., ঢাকা; এভারকেয়ার হাসপাতাল লি., ঢাকা; আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, ঢাকা, ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার, ধানমণ্ডি, ঢাকা এবং এনাম মেডিকেল হাসপাতাল, সাভার, ঢাকা)

 

অর্জন

  • মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন হট সেল প্রতিষ্ঠার পর থেকে কমিশন নিয়ন্ত্রিত সবকটি পরমাণু চিকিৎসাকেন্দ্রসহ বর্তমানে ৮টি সরকারি/বেসরকারি হাসপাতালে সরবরাহের মাধ্যমে মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটরের চাহিদা পূরণে শতভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
  • আমদানিকৃত বাল্ক আয়োডিন-১৩১ ডিসপেন্স করে দেশের চিকিৎসাকেন্দ্রগুলোর আয়োডিন-১৩১ ওরাল সল্যুশনের সম্পূর্ণ চাহিদা পূরণ।
  • বৈদেশিক মুদ্রা সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি দেশের পরমাণু চিকিৎসা খাতে নিরবচ্ছিন্ন সেবা প্রদান।
  • বর্তমান সক্ষমতায় সাপ্তাহিক প্রতি ব্যাচে মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটরের স্থানীয় উৎপাদন ও সরবরাহ এবং বাল্ক আয়োডিন-১৩১ ডিসপেন্সড ও সরবরাহ খাত থেকে কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে বার্ষিক প্রায় ১৩.২৫ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হচ্ছে।
  • ফিলিপাইনস এবং সৌদি আরবে মলিবডেনাম-৯৯/টেকনেসিয়াম-৯৯এম জেনারেটর উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য অত্র বিভাগের বিজ্ঞানী কর্তৃক বিশেষজ্ঞ সেবা প্রদান।
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর সদস্য রাষ্ট্র থেকে আগত রিসার্চ ফেলোগণকে অত্র বিভাগে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পারমাণবিক বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে অবদান।

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান

জাতীয় পর্যায়ে আরআইপিডি দেশের পরমাণু চিকিৎসা খাতে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিওফার্মাসিউটিক্যাল সরবরাহের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। টেকনেশিয়াম-৯৯এম এবং আয়োডিন-১৩১-এর মতো রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশের পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলোর চাহিদা পূরণ করে বিভাগটি রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রমে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে।

এছাড়াও, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির লক্ষ্যে আরআইপিডি-তে ইন-হাউজ ট্রেনিং কোর্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইএইএ-এর ফেলোশীপের আওতায় আগত ফেলোগণকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অত্র বিভাগের বিজ্ঞানীগন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এম.ডি. রেসিডেন্সি (নিউক্লিয়ার মেডিসিন) কোর্সের শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় কোর্স পরিচালনা করে যাচ্ছেন। এছাড়াও, রেডিওকেমিস্ট্রি ও রেডিওফার্মেসি বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও এম.এস. পর্যায়ের শিক্ষার্থীদের ইন্টার্ণশীপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং থিসিস সম্পাদনের মাধ্যমে গবেষণার সুযোগ তৈরী করে দেয়া হচ্ছে। অভ্যন্তরীণ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি বিভাগটি সিরিয়া এবং ফিলিপাইন থেকে আগত রিসার্চ ফেলোগণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে।

 

যোগাযোগ/জনবল

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা।
টেলিফোনঃ ৯৯৬৬৮৮৫৩২,  ই-মেইলঃ 

এখানে ক্লিক করুন